কাল নিউজিল্যান্ড হারলে আশা বাঁচবে বাংলাদেশের

প্রকাশ | ২০ মে ২০১৭, ১০:১৭ | আপডেট: ২০ মে ২০১৭, ১৩:১৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ত্রিদেশীয় সিরিজে এখন ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। আর আট পয়েন্ট নিয়ে সেরা অবস্থানে আছে নিউজিল্যান্ড। দুই পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে স্বাগতিক আয়ারল্যান্ড।

সিরিজে বাংলাদেশের আর একটি ম্যাচ বাকি আছে। কিন্তু নিউজিল্যান্ডের বাকি আছে দুইটি ম্যাচ। আগামীকাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে কিউইরা। এই ম্যাচে যদি আইরিশরা নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে বাংলাদেশের জন্য সিরিজ জয়ের আশা তৈরি হবে।

সেক্ষেত্রে আগামী ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলেই সিরিজ জিতে নিবে টাইগাররা। কিন্তু আগামীকাল আয়ারল্যান্ডকে হারালেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিবে নিউজিল্যান্ড।

গত ১২ মে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। সে কারণে দুই দলকেই পয়েন্ট ভাগ করে দেয়া হয়। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে চার উইকেটে হেরে যায় বাংলাদেশ। তবে, গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে আট উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট টেবিল

দল                ম্যাচ     পয়েন্ট    নেট রান রেট

নিউজিল্যান্ড      ২           ৮           +০.৬৬০

বাংলাদেশ         ৩           ৬           +১.১৮৬

আয়ারল্যান্ড      ৩           ২             -১.৯১৪

(ঢাকাটাইমস/২০ মে/এসইউএল)