মিসবাহ ৩৮ বলে ১২১, আশরাফুলের ব্যাটেও হাসি

প্রকাশ | ২০ মে ২০১৭, ১৭:৪৮ | আপডেট: ২০ মে ২০১৭, ১৮:১৬

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

কাতারে গিয়েও রান পেলেন বাংলাদেশ সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। কাতারের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি টি-টোয়েন্টি ম্যাচে মিসবাহ ঈগলসের বিপক্ষে ইরফান ফ্যালকন্সের হয়ে ৩৬ বলে ৪৪ রান করেন আশরাফুল।

তবে আশরাফুলের এ ব্যাটিং সত্ত্বেও জিততে পারেনি ফ্যালকন্স। ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান করে আশরাফুলের দল। স্যামূলেস করেন ৩৩ বলে ৭২ রান। এর আগে ব্যাট করতে নেমে ঝড় তুলেন দুই পাকিস্তানি ক্রিকেটার মিসবাহ উল হক ও শহীদ আফ্রিদি।

৩৮ বলে ১২১ রান করেন মিসবাহ। অন্যদিকে শহীদ আফ্রিদি করেন ৪৯ বলে ৭৯ রান। এ দুজনের ব্যাটে মিসবাহ ঈগলসের সংগ্রহ দাঁড়ায় ২৪৪। ফলে আশরাফুলদের হারতে হয় ৬৯ রানের বিরাট ব্যবধানে।

প্রসঙ্গত দিন কয়েক আগেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কলাবাগানের হয়ে ৮৭ বলে ৮১ রান করেছিলেন আশরাফুল।

(ঢাকাটাইমস/২০মে/ডিএইচ)