উত্তরবঙ্গে ৪৮ ঘণ্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে

প্রকাশ | ২১ মে ২০১৭, ১৪:৫৫

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সাত দফা দাবি আদায়ে রবিবার থেকে দিনাজপুরসহ উত্তরবঙ্গে ৪৮ ঘণ্টার  পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে। উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সকাল ৬টা থেকে ডাক দিয়েছে এই ধর্মঘটের।

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি সিরাজুল ইসলাম জানান, পুলিশি হয়রানি বন্ধ, গাড়ির বাম্পার-এ্যাঙ্গেল খোলার আদেশ প্রত্যাহার, সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ সাত দফা দাবিতে এই ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে। তা সোমবার পর্যন্ত চলবে।

তিনি অভিযোগ করেন, গাড়ির কাগজপত্র দেখার অজুহাতে ভ্রাম্যমাণ আদালতের নামে সার্জেন্ট ও হাইওয়ে পুলিশ মালবাহীগাড়ি পুলিশ লাইনে নিয়ে আটকে রেখে পরে মোটা অংকের টাকার বিনিময়ে তা আবার ছেড়ে দেয়া হয়।

সাত দফা দাবি মানা না হলে ঈদের পর থেকে লাগাতার পণ্য পরিবহন ধর্মঘট পালন করা হবে বলে তিনি জানান।

এদিকে এ ধর্মঘটের ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তারা পরিবহন করতে পারছেন না তাদের পণ্য।

(ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/এলএ)