মানুষের সেবাদান পুলিশের দায়িত্ব: আইজিপি

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মে ২০১৭, ২১:২৩
ফাইল ছবি

‘বাংলাদেশ পুলিশ ইনস্পেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বলেন, ‘সাধারণ মানুষকে সাহায্য ও সেবাদান করা পুলিশের ওপর অর্পিত দায়িত্ব। পুলিশ জনগণের সেবাদানে সবসময় তৎপর থাকে।’

রবিবার বিকালে কুমিল্লা জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘পুলিশের লক্ষ্য দেশে জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্সে নিয়ে আসা। দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত রাখা। দেশে বর্তমান অবস্থায় জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের সাফল্য রয়েছে, যা অব্যাহত থাকবে। ভবিষ্যতে পুলিশ জনগণকে সাথে নিয়ে এবং পরামর্শ নিয়ে দেশের যে কোন প্রতিকূলতা মোকাবেলা করবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।

(ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :