গাজীপুরে গরমে অসুস্থ শতাধিক পোশাক শ্রমিক

প্রকাশ | ২২ মে ২০১৭, ১৬:৪৫ | আপডেট: ২২ মে ২০১৭, ১৭:১১

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় প্রচণ্ড গরমে দুটি কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে কারখানা দুটি  ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুলিশ ও হাসপাতাল বিভাগ জানায়, কাশিমপুরের নয়াপাড়া এলাকার ডেল্টা গার্মেন্টস ও কটন বিডি লিমিটেড নামের দুটি কারখানার প্রায় সাত হাজার শ্রমিক আজ সকালে কারখানায় কাজে যোগদান করেন। সকাল ৯টার দিকে হঠাৎ বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এরপর অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকলে কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে কোনাবাড়ি শরীফ মেডিক্যাল, কোনাবাড়ি ক্লিনিকসহ আশেপাশের হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যায়।

তীব্র গরমে এসব রোগী অসুস্থ হয়েছেন। তবে অসুস্থ এসব রোগী আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা দুটি আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/জেবি)