রেকর্ড ডাকছে সৌম্যকে

প্রকাশ | ২৩ মে ২০১৭, ০৯:২৮

ক্রীড়া প্রতিবেদক,ঢাকাটাইমস

দুর্দান্ত ফর্মে আছেন সৌম্য সরকার। গেল কয়েকটা ম্যাচে ব্যাট হাতে ২২ গজে আলো ছড়াচ্ছেন সৌম্য। এবার নতুন এক রেকর্ডের সামনে তিনি। ওয়ানডেতে আর মাত্র ৭৫ রান করতে পারলেই এক হাজার রানের মাইলফলক পূর্ণ করবেন সৌম্য।

তবে আগামী তিন ম্যাচের আগে ৭৫ রান সংগ্রহ করতে পারলে বাংলাদেশের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে এক হাজার রান করবেন তিনি। এর আগে ২০০৪ সালে শাহরিয়ার নাফীস নিজের ২৯তম ওয়ানডে ম্যাচে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।  যেটা ভাঙতে পারেনি কেউ। ৩৪তম ম্যাচে এক হাজার রান পূর্ণ করেন ইমরুল কায়েস ও নাসির হোসেন।

আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড আছে পাঁচ জনের। ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, পাকিস্তানের বাবর আজম, ইংল্যান্ডের জোনাথন ট্রট ও কেভিন পিটারসেন ২১ ম্যাচে এক হাজার রান পূর্ণ করেন।

উল্লেখ্য, ২৬ ওয়ানডেতে ৪২.০৪ ব্যাটিং গড়ে ৯৭৫ রান করেছেন সৌম্য সরকার। পরবর্তী দুই ম্যাচে ৭৫ রান করলেই নাফীসকে টপকে যাবেন তিনি।

(ঢাকাটাইমস/২৩মে/জেইউএম)