আজ প্রাইভেট প্র্যাকটিস করবেন না চিকিৎসকেরা

প্রকাশ | ২৩ মে ২০১৭, ১০:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

‘ভুল’ চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর অভিযোগে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আজ সারাদেশে প্রাইভেট প্রাকটিস করবে না চিকিৎসকরা।

রবিবার রাজধানীসহ বিভিন্ন জেলায় সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচি থেকে মঙ্গলবার প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।

গত ১৭ মে জ্বর নিয়ে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফিয়া আক্তার চৈতি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ মে দুপুরে মারা যান তিনি। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলেও চৈতিকে ক্যান্সারের চিকিৎসা দেয়া হয়েছে এমন অভিযোগ এনে চৈতির সহপাঠীরা হাসপাতালে ভাঙচুর করেন। ওই সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কর্তব্যরত চিকিসৎককে মারধর করেন বলে হাসপাতাল সূত্র জানায়।

ওই ঘটনায় ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বাদী হয়ে সেন্ট্রাল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন।

হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের অভিযোগে গত রবিবার সারাদেশে চিকিৎসকেরা মানববন্ধন কর্মসূচি পালন করে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ডাকা মানববন্ধনে মঙ্গলবার প্রাইভেট প্রাকটিস না করার বিষয়টি জানানো হয়।

ঢাকাটাইমস/এমআর/এমআর