প্রধানমন্ত্রীর ওমরা পালন

প্রকাশ | ২৩ মে ২০১৭, ১০:২৭ | আপডেট: ২৩ মে ২০১৭, ১৫:৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ওমরা পালন করেছেন। স্থানীয় সময় সোমবার রাত সোয়া ১০টার দিকে তিনি সফরসঙ্গীদের নিয়ে কাবা শরিফ তওয়াফ করেন।

তওয়াফ শেষে প্রধানমন্ত্রী মসজিদে হারামে দুই রাকাত নফল নামাজ পড়েন। পরে তিনি সাফা-মারওয়া প্রদক্ষিণ করেন। এ সময় দেশ জাতি ও উম্মাহর মঙ্গল ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করেন শেখ হাসিনা। 

এর আগে হজরত মোহাম্মদ (স.) এর রওজা মোবারক জেয়ারত শেষে সোমবার সন্ধ্যায় মদিনা থেকে জেদ্দায় পৌঁছেন প্রধানমন্ত্রী। একটি বিশেষ ফ্লাইটে ৭টা ২৫ মিনিটে বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে ডেপুটি গভর্নর, মেয়র এবং পুলিশপ্রধান তাঁকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে শেখ হাসিনাকে মোটর শোভাযাত্রাসহকারে মক্কায় নিয়ে যাওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ-এর আমন্ত্রণে আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলনে যোগদানে ২১ মে সৌদি আরব পৌঁছেন। রবিবার সৌদি রাজধানীতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে প্রধানমন্ত্রী মদিনায় এসে রওজা জিয়ারত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফর শেষে আগামীকাল বুধবার দেশে ফিরবেন।

(ঢাকাটাইমস/২৩মে/জেবি)