যেভাবেই হোক সহায়ক সরকারের অধীনে নির্বাচন: নোমান

প্রকাশ | ২৩ মে ২০১৭, ১৪:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি আদায়ে বিএনপি আন্দোলন ও আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

তিনি বলেন, ‘যেকোনোভাবেই হোক সহায়ক সরকারের অধীনে একটি নির্বাচন করতে হবে। সহায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। কেননা সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সুশাসন প্রতিষ্ঠার সংকট কেটে যাবে। এ দেশের গণতন্ত্রের পরিবেশ ফিরে পাবে।’

মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এবং খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে এই আলোচনা সভার আয়োজন করা হয়। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এই অনুষ্ঠানের আয়োজন করে।

নোমান বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্ত না থাকার কারণে জিয়াকে স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছে। আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক মৌলিক পার্থক্য আছে। তাই বিএনপি টিকে আছে। নিশ্চিহ্ন করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বিএনপি এখনো অনেক শক্তিশালী। তাই নিশ্চিহ্ন করা যায় না। রাজনীতি দর্শন, আদর্শ থাকলে ব্যক্তিকে খুন করে রাজনীতি থেকে দূরে সরানো যায় না।’

গুম খুনের রাজনীতির পরিণতি সম্পর্কে নোমান বলেন, ‘বর্তমান সরকারকে গুম খুনের রাজনীতির পরিণতি ভোগ করতে হবে। এদেশে গুম খুনের চেয়ে বেশি কিছু করার ক্ষমতা সরকারের নেই। এই কঠিন সময়ে তারা নিজেদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। মানুষ অসহায় অবস্থায় আছে। তারা কথা বলতে পারছে না।’

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘গণতন্ত্রবিহীন উন্নয়ন বিবেচনা করা যায় না। গণতন্ত্রবিহীন দেশ চলতে পারে না। সরকার উপলব্ধি করতে পেরেছে যে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। এজন্য ক্ষমতায় থাকতে শক্তিশালী বিরোধী দল চায় না।’

সংগঠনের সভাপতি জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, সহ তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩মে/বিইউ/জেবি)