ইন্টারনেট সেবা পেতে পটুয়াখালীতে ব্যতিক্রমী প্রতিবাদ

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০১৭, ১৫:২১

ইন্টারনেট প্রভাইডার/মোবাইল সিম কোম্পানির শর্ত ভঙ্গের প্রতিবাদে ইন্টারনেট প্রতিবাদ করেছে পটুয়াখালী আইসিটি ক্লাব (অনলাইন)।

মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে এ মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, যারা ফ্রিলান্সিংয়ের কাজ করেন তারা দ্রুতগতির ইন্টারনেট সেবা পান না। এছাড়া ইন্টারনেট প্রভাইডার কোম্পানিগুলো তাদের ব্যবসার সুবিধার্থে বিভিন্ন অফারের মাধ্যমে টাকা কেটে নেয়। ব্যান্ডউইথের গতি কম থাকায় গ্রাহকরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ক্রয়কৃত ব্যান্ডউইথ ব্যবহার করতে পারেন না।

তারা জানান, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে অবশিষ্ট ব্যান্ডউইথ বাজেয়াপ্ত হয়ে যায়। এতে এসব কেম্পানি সেবার নামে সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। এর প্রতিকারে সরকারি হস্তক্ষেপ চেয়ে এই ব্যতিক্রমী আন্দোলনে নেমেছে ভুক্তভোগীরা।

(ঢাকাটাইমস/২৩মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :