রাইট শেয়ার দেবে সাউথইস্ট ব্যাংক

প্রকাশ | ২৪ মে ২০১৭, ১৪:০৭ | আপডেট: ২৮ মে ২০১৭, ১০:২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেড দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়ার জন্য শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমোদন পেয়েছে।

গতকাল অনুষ্ঠিত কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা কোম্পানিটিকে শেয়ার প্রতি ১২.৫০ টাকা (২.৫০ টাকা প্রিমিয়াম) রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দেয়। এছাড়া সভায় মোবাইল ব্যাংকিং চালুর জন্য সাবসিডিয়ারি কোম্পানি গঠনেরও অনুমোদন দেয়া হয়।

কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানির নাম হচ্ছে টেলিক্যাশ লিমিটেড। এটির অনুমোদিত মূলধন হবে ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ৫০ কোটি টাকা।

ইজিএমে কোম্পানির রাইট পাস হওয়ার পর এখন চূড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করা হবে। বিএসইসির অনুমোদন পাওয়ার পর কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর রেকর্ড ডেট নির্ধারণ করার পাশাপাশি সাবস্ক্রিপশনের তারিখ জানিয়ে দেবে।

ঢাকাটাইমস/২৪মে/এমআর