কঠোর বাস্তবতার চলচ্চিত্র প্রিয়া তুমি সুখী হও

প্রকাশ | ২৪ মে ২০১৭, ১৫:০৯

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

ছোটপর্দার নাট্যকার পরিচালক গীতালি হাসানের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘প্রিয়া তুমি সুখী হও’। নজরুল জয়ন্তীতে ছবিটি চ্যানেল আইতে প্রচার হবে। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, সেরা নাচিয়ে শায়লা সাবি, ফেরদৌস, ববি, নীলিমা, জাহিদ শিকদার, আবু সাঈদ খান, সানি, বেবী, সারিকা, রাফি, স্বর্ণা প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন বিনোদ রায়। চিত্রগ্রহণ করেছেন জেড এইচ মিন্টু, সম্পাদনা করেছেন এ. কে. আজাদ এবং নৃত্য পরিচালক রহিম রয় ও মেহরাজ হক তুষার। গীতিকার কাজী নজরুল ইসলাম, আনিস উল ইসলাম ও বিনোদ রায়। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সামিনা চৌধুরী, রিজিয়া পারভীন, পারভেজ, বিজন মিস্ত্রী, স্মরণ ও আসিফ। প্রচার হবে বেলা ১.০৫ মিনিটে।

চলচ্চিত্রটির কাহিনীতে দেখা যাবে গৌরীপুর পরগনার জমিদার মোতাহার হোসেন চৌধুরী একজন ধর্মপ্রাণ মুসলমান। স্ত্রী নূরজাহান এক সময়কার নামকরা সঙ্গীতশিল্পী হলেও স্বামীর অবস্থানের কারণে আর গান করেন না। তাদের একমাত্র কন্যা মতিমালা অত্যন্ত আদরে লালিত, তার খেলার সাথী নায়েব কন্যা মধুবালা। প্রতিবেশি মাহফুজ মা-বাবা হারানো অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। মাহফুজও মতিমালার খেলার সাথি। কিন্তু জমিদার মোতাহার তা পছন্দ করেন না। ফলে তাদের পৃথক হতে বাধ্য করেন। কিন্তু প্রাপ্তবয়সে তাদের আবার দেখা হয়। মাহফুজ গ্রামে গ্রামে ঘুরে বাঁশি বাঁজায় ও গান করে। এদিকে মতিমালা, মাহফুজের কাছে গোপনে গান শিখছে। অন্যদিকে সুবর্ণপুর পরগনার জমিদারের পুত্র মেজবাউদ্দিনের সাথে মতিমালার বিয়ের ঠিক হয়ে গেছে...। প্রেম, ভালোবাসা, আবেগ আর বাস্তবতার কঠোর পদাঘাতে প্রিয়া তুমি সুখী হও-এর কাহিনী এগিয়ে যায়।   

ঢাকাটাইমস/২৪মে/এমইউ