কিশোরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

প্রকাশ | ২৪ মে ২০১৭, ১৭:৩৮

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জ জেলা শহরের আলোর মেলায় বিদ্যুতের তারে জড়িয়ে মাদ্রাসা শিক্ষার্থী জামিল মিয়ার মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে মসজিদের পাশের রাস্তায় জমে থাকা পানি অপসারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দাকার শওকত জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত মো. জামিল মিয়া জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের মাওলানা আব্দুস সালামের ছেলে। তিনি শহরের আলোর মেলা এলাকায় নতুন স্টেডিয়ামের প্রবেশপথের পাশে নির্মাণাধীন মসজিদে উসমানে ইমামতি করতেন ও গাইটাল নয়াপাড়ায় অবস্থিত জামিয়া আরাবিয়া মাদরাসায় পড়তেন। গত ছয় মাস ধরে এখানেই ছিলেন।

সকালে মসজিদের অদূরে একটি সেচ পাম্প বসিয়ে স্টেডিয়ামে যাওয়ার রাস্তার পাশে জমে থাকা বৃষ্টির পানি অপসারণের চেষ্টা করছিলেন। এক পর্যায়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেলারেল হাসপাতালে পাঠানো হলে রাস্তায় তিনি মারা যান।

(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/জেবি)