ঢাকায় দেখা যাবে ক্যারিবিয়ান জলদস্যুদের

প্রকাশ | ২৪ মে ২০১৭, ১৮:২৭

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

আবার দর্শকদের সামনে আসছে ক্যারিবিয়ান জলদস্যুরা। ২৬ মে বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে হলিউডের জনপ্রিয় সিরিজ ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর নতুন ছবি। এবারের ছবির নাম ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান টেল নো টেইলস’।

আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্সে।

২০১৪ সালের অক্টোবরে ওয়াল্ট ডিজনির জনপ্রিয় সিরিজ ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ এর পঞ্চম কিস্তির এ ছবিটি পরিচালনা করেছেন জোয়াকিম রনিং এবং এসপেন স্যান্ডবার্গ। রোমাঞ্চকর এই সিরিজের সবগুলো ছবিতে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ।

গল্পে দেখা যাবে ক্যাপ্টেন সালাজার এখানে শুধু ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকেই নয়, নির্মূল করে দেয়ার ঘোষণা করেছেন জ্যাকের সঙ্গী অন্য সব জলদস্যুদেরও। ট্রেইলারে সালাজারকে বলতে শোনা যায়, ‘পাইরেটরা প্রজন্ম ধরে সমুদ্রকে সংক্রমিত করে ফেলেছে, তাই আমি তাদের সবাইকেই নির্মূল করার প্রতিজ্ঞা করেছি।’ অন্যদিকে এবারের ছবিতে আরও প্রাধান্য পেয়েছে যে চরিত্রটি, সেটি হলো সিনেমাটির প্রধান নারী চরিত্র ক্যারিনা স্মিথ। সালাজারের হাত থেকে জ্যাক স্প্যারো ও তার সঙ্গীদের রক্ষা করতে বিশেষ ভূমিকা পালন করতে দেখা যাবে এ নারীকে। আবার এক জায়গায় ক্যারিনা স্মিথ নিজেকে একজন বিজ্ঞানের নারী বলেও দাবি করেন, যিনি কিনা ভূতে বিশ্বাস না করার পণ করেছেন। ক্যারিনা স্মিথ চরিত্রে রূপদান করেছেন ‘মেজ রানার’খ্যাত অভিনেত্রী কায়া স্কোডেলারিও।

ঢাকাটাইমস/২৪মে/এমইউ