চাঁদপুরে ১৮ মাদকবিক্রেতার আলোরপথে আসার শপথ

প্রকাশ | ২৪ মে ২০১৭, ২১:৪০

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

‘অন্ধকার জীবন থেকে আলোর জীবনে ফিরে আসার প্রত্যাশায়’ এই স্লোগানকে ধারণ করে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধকল্পে গণসচেতনতামূলক সমাবেশ হয়েছে।

বুধবার বিকালে ৬নং মৈশাদী ইউনিয়নের বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি প্রাঙ্গণে মৈশাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে ও মৈশাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার শামসুন্নাহার।

তিনি তার বক্তব্যে বলেন, আজকে এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সবার উপস্থিতিতে মাদকের অন্ধকার জগত থেকে যে ১৮ ব্যক্তি ফিরে আসার অঙ্গিকার করেছে- আমি তাদের স্বাগত জানাচ্ছি। আমাদের দায়িত্ব হলো তাদের আলোর পথে রাখার বিষয়ে সহযোগিতা করা।

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে প্রতিরোধে প্রত্যেকটি ঘরে ঘরে কাজ করতে হবে। এসব বিষয়ে সমাজিক প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে। একজন মা হচ্ছে- একেকটি ইন্ডাস্ট্রি। কারণ তারা আমাদের এ দুনিয়ার আলো দেখিয়েছেন। তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আপনাদের সন্তানের দিকে লক্ষ্য রাখুন।

(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/এলএ)