সাম্প্রদায়িকতা রেখে নজরুলের জন্মদিন পালন বৃথা: কাদের

প্রকাশ | ২৫ মে ২০১৭, ০৯:২৬ | আপডেট: ২৫ মে ২০১৭, ১০:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

সাম্প্রদায়িকতা উৎখাত না হলে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন বৃথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে দেশ থেকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ মূলোৎপাটন করতে হবে। তা না হলে নজরুলের জন্মদিন পালন স্বার্থক হবে না।’

বৃহস্পতিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের মতো কাজী নজরুল ইসলামও বাঙালির জাতীয় জীবনে প্রাসঙ্গিক। আমাদের প্রতিটি নিশ্বাসে ও বিশ্বাসে নজরুল প্রাসঙ্গিক।

তিনি বলেন, ‘নজরুল আমাদের প্রেমের কবি, যৌবনের কবি, মানবতার কবি, সাম্যের কবি ও জাতীয় কবি। সেকালে তিনি, একালে তিনি, তিনি চিরকালীন।’

নজরুলের সাহিত্যকর্মের অনুবাদ করার জন্য দাবি করেছেন কবির নাতনী খিলখিল কাজী। তার এমন দাবির বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘এটি শুধু তাঁর দাবি নয়, এটি সমগ্র জাতির দাবি। আমি যতটুকু জানি, সাহিত্যকর্মের অনুবাদ বিভিন্ন ভাষায় হয়েছে। এর পরিমাণ বৃদ্ধি করে তাঁর মেধা সৌরভ ও গৌরবকে ছড়িয়ে দেয়া উচিৎ। সে বিষয়ে আমি সংস্কৃতি মন্ত্রণালয়ে বিশেষভাবে অনুরোধ করবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

ঢাকাটাইমস/২৫মে/টিএ/এমআর