বরিশালে বিএনপির মিছিলে পুলিশের বাধা

প্রকাশ | ২৫ মে ২০১৭, ১৬:২২

বরিশাল ব্যুরো প্রধান, ঢাকাটাইমস

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ না করতে দেয়ার প্রতিবাদে আয়োজিত বরিশাল মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিল পুলিশি বাধায় প- হয়েছে।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির স্বল্প সংখ্যক নেতাকর্মীরা জড় হয়ে বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নেন। এসময় পুলিশ তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে পূর্বানুমতি ছাড়া বিএনপির নেতাকর্মীরা মিছিল করতে চাওয়ায় তাতে বাধা দেয়া হয়েছে।

এর আগে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদারের সভাপতিত্বে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছেন নেতাকর্মীর।   

(ঢাকাটাইমস/২৫মে/প্রতিনিধি/ইএস)