চ্যানেল আইতে প্রচার হবে মেহের নেগার

প্রকাশ | ২৬ মে ২০১৭, ১৩:৪৯

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

চ্যানেল আইতে ২৭ মে বেলা ১.০৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘মেহের নেগার’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বণে নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি.। পরিচালনা করেছেন মৌসুমী ও গুলজার। এ ছবিতে মেহের নেগারের চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। মৌসুমীর সাথে জুটিবদ্ধ হয়েছেন ফেরদৌস। এ ছবিতে আরো অভিনয় করেছেন ইরিন জামান, প্রবীর মিত্র প্রমুখ।

এটি মৌসুমী পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র । ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি এবং একজন আফগান যুবকের ভূমিকায় ফেরদৌস। ছবিটি মুক্তির পর থেকেই ভাল সাড়া পেয়ে আসছে।

ঢাকাটাইমস/২৬মে/এমইউ