জয়পুরহাটের বারো শিবালয় শিব মন্দিরে ভাঙচুর

প্রকাশ | ২৭ মে ২০১৭, ১৯:৩৩

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

দেশের বৃহত্তম জয়পুরহাটের বারো শিবালয় শিব মন্দিরে বারোটি শিব লিঙ্গসহ বিভিন্ন দেবদেবীর মূর্তি ভাঙচুর করেছে দুর্বত্তরা।

শনিবার ভোররাতে দুর্বত্তরা মন্দিরের প্রাচীর টপকিয়ে ভেতর প্রবেশ করে এসব ভাঙচুর করে। শনিবার সকালে ভক্তরা পুজা-অর্চনা করতে গিয়ে এসব ভাঙচুর দেখতে পান।

এ বিষয়ে মন্দিরের সাধারণ অনিল কুমার জাজেদিয়া জানান, ৫০০ বছরের ঐতিহাসিক এ মন্দিরে কোনোদিন এ ধরনের ঘটনা ঘটেনি। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি করেন তিনি।

ভাঙচুরের খবর পেয়ে জয়পুরহাট জেলা প্রশাসক মোকাম্মেল হক, পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেটসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তারা।

(ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/জেবি)