চাঁদপুরে ৫২ দিন পর লাশ উত্তোলন

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০১৭, ২২:৩১
অ- অ+

চাঁদপুরের শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামের খন্দকার বাড়ির মৃত আবু তাহেরের ছোট ছেলে খন্দকার শাহ পরানের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় খন্দকার বাড়ির কবরস্থান হতে আদালতের নির্দেশে এ লাশ উত্তোলন করা হয়।

চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান ও মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন সরকারের উপস্থিতিতে লাশ উত্তোলন করে চাঁদপুর সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।

গত মাসের ৫ এপ্রিল কুমিল্লা জেলার কোটবাড়ি রোডের ফুটপাতের পাশে পড়ে থাকা অবস্থায় শাহপরানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর পর পুলিশ একটি অপমৃত্যু মামলা করে। তার মৃত্যুর পর থেকেই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় শাহপরানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

গত ১৩ এপ্রিল শাহপরানের ভাই মানবাধিকার কর্মী খন্দকার মো. শামছুল আলম সুজন বাদী হয়ে কুমিল্লা জুডিশিয়াল আদালতে একটি হত্যা মামলা করেন। আদালত শাহপরানের লাশ ময়নাতদন্তের নির্দেশ দিলে শনিবার তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

(ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন নিউজ পোর্টালের জন্য যেসব সুপারিশ করেছে সংস্কার কমিশন
‘জনগণের সমস্যা সমাধানে পাশে থাকবে বিএনপি’
ডিপিএল: শেষ বলে পারটেক্সের এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয়
পানির উৎস ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের দাবি উপকূলবাসীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা