ইতালির পালেরমো আ.লীগের কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশ | ২৮ মে ২০১৭, ১৯:৫৯

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

ইউরোপের মাঠিতে সিসিলি আওয়ামী লীগ পালেরমো, ইতালিকে আরো শক্তিশালী করার প্রত্যয়ে সিসিলি আওয়ামী লীগ পালেরমো, ইতালি কাউন্সিল অধিবেশন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার আর প্রত্যাশার পর  উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পালেরমো আওয়ামী লীগের  কাউন্সিল অধিবেশন।

স্থানীয় সান্তাকিয়ারা মিলনায়তনে অনুষ্ঠিত এই কাউন্সিল অধিবেশন পালেরমো আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিকান্দার মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন পালেরমো আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান মোবারক।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

সম্মেলনের প্রথম পর্বে  আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন- পালেরমো আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গুলাম রাব্বানী। এছাড়াও বক্তব্য রাখেন- সহ-সভাপতি মাসুক চৌধুরী, সহ-সভাপতি মুহিতুর রহমান চৌধুরী, পালেরমো আওয়ামী লীগের নেতা ওয়াহিদুস সামাদ, রফিক, রাজা হারুনুর রশীদ মীন, খোকন দাস প্রমুখ।

বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের বর্তমান উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার বিজয় ছাড়া কোন বিকল্প নেই। 

সম্মেলনের দ্বিতীয় পর্বে আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান মোবারক মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করলে  সম্মেলনে উপস্থিত সকল কাউন্সিলারদের সর্বসম্মতিক্রমে কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সিকান্দার মিয়া সভাপতি, এজাজ আল মাছুম সাধারণ সম্পাদক ও সিনিয়র  সহ-সভাপতি হাসান শিকদার নির্বাচিত হন।

(ঢাকাটাইমস/২৮মে/সিকে/এলএ)