শেরপুরে জাল নোট চক্রের আট সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ২৮ মে ২০১৭, ২০:০১

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শেরপুরের গোয়েন্দা পুলিশ জেলা সদর ও ঝিনাইগাতীতে পৃথক অভিযান চালিয়ে জাল টাকা সরবরাহকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় ওই চক্রের কাছ থেকে দুই লাখ ৫২ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।

রবিবার বিকালে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সংবাদকর্মীদের জানানো হয়, রোজা ও ঈদকে সামনে রেখে জালটাকা সরবরাহকারী চক্রটি সক্রিয় হয়ে উঠেছে।

অভিযানে ফাহিম, তজুমিয়া, লিটন, পার্থ বিশ্বাস, বিশু বাশফর, যুবরাজ হোসেন, মাসুদ ও ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে জাল নোট কেনাবেচা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই শক্তিশালী চক্রটিকে  গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, এ চক্রের সদস্যরা জালটাকা ছাড়াও নানাবিধ সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত। এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/জেবি)