রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, হতাহত ২১
প্রকাশ | ২৯ মে ২০১৭, ১৬:২৪
আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আব্দুল কাদির নামে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকাল ৯টায় জেলার রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দী গ্রামে এই সংঘর্ষ হয়।
আহতরা গ্রেপ্তার এড়াতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ভুট্টো মিয়া (৩৮) নামে একজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম এই ঘটনা নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত খান্নবাড়ীর আওয়ামী লীগ নেতা সামসু গ্রুপ ও আব্দুল্লাহ বাড়ীর কবির গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এই দুই পক্ষের সোমবার সকাল ৯টার দিকে কথা কাটাকাটি নিয়ে সামসু পক্ষের আব্দুল কাদির ও ভুট্টো মিয়াকে ধরে নিয়ে টেটাবিদ্ধ ও কুপিয়ে গুরুতর যখম করে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ২০ জন আহত হয়।
রায়পুরা থানা পুলিশের উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এখনো উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের হতে পারে।
(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/এলএ)