শিমুলিয়ায় বন্ধ লঞ্চ-স্পিডবোট

প্রকাশ | ২৯ মে ২০১৭, ২০:২১

ইমতিয়াজ আহমেদ, শিবচর (মাদারীপুর) থেকে
ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘মোড়া’র কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় রুটে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট। বন্ধ করার নির্দেশনার অপেক্ষায় রয়েছে ফেরি কর্তৃপক্ষ।

সোমবার বিকাল নাগাদ এ অবস্থা বিরাজ করছে মাদারীপুরের এ নৌরুটে।

বিকেল পাঁচটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে লঞ্চ, স্পিড বোটসহ অন্যান্য নৌযান। তবে সোমবার সন্ধ্যা সোয়া সাতটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ফেরি চলাচল করছে বলে ঘাট সূত্রে জানা গেছে।

ঢাকাগামী অনেক যাত্রী ফেরিযোগে পদ্মা পার হয়েছেন।

বিকেল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও হালকা বাতাস থাকায় পদ্মা উত্তাল হয়ে উঠে। সতর্ক রয়েছেন নৌ পরিবহন কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, ‘আমাদের এই রুটে এখনো ঘূর্ণি ঝড়ের প্রভাব তেমনভাবে পড়েনি। বিকেলে থেকে হালকা বৃষ্টি হলেও বাতাস নেই তেমন। তাই এখনো ফেরি চলাচল করছে। তবে পরিস্থিতির উপর নির্ভর করে যে কোনো সময় ফেরি চলাচল বন্ধ রাখা হবে।’

(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/ইএস)