বঙ্গবন্ধুর আদরের এমপির পাশে ওবায়দুল কাদের

প্রকাশ | ২৯ মে ২০১৭, ২৩:৪৯

আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ)

প্রায় ৯০ ছুঁই ছুঁই করা ময়মনসিংহের গফরগাঁও থেকে দুইবার নির্বাচিত সাবেক সাংসদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আদরের আবুল হাসেমকে দেখতে গিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সোমবার ইফতারের পরপর তিনি ছুটে যান সাবেক এই সাংসদকে দেখতে। এসময় আবুল হাসেমের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন মন্ত্রী  ওবায়দুল কাদের। এছাড়াও আবুল হাসেমের চিকিৎসাসহ ও পরিবারের সকল দায়িত্বও নেন তিনি।

এর আগে শনিবার ওবায়দুল কাদের আবুল হাসেমের সাথে মুঠোফোনে কথা বলেন এবং প্রতিনিধির মাধ্যমে আর্থিক অনুদান তুলে দেন।

এদিকে, সোমবার ইফতারের আগে গফরগাঁওয়ের সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেলও আবুল হাসেমের পাশে দীর্ঘক্ষণ সময় কাটান এবং সার্বিক খোঁজ-খবর নেন। এছাড়াও এমপি বাবেল প্রথম গত শুক্রবারও আবুল হাসেমের বাড়িতে যান ও আর্থিক সহায়তা প্রদানসহ উন্নত চিকিৎসার দায়িত্ব নেন।

এরই ধারাবাহিকতায় সাংসদ বাবেল গত শনিবার নিজে উপস্থিত থেকে অসুস্থ সাবেক সাংসদ আবুল হাসেমকে জেলা পরিষদের  ডাক বাংলোয় নিয়ে আসেন। পরে রবিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য আবুল হাসেমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/এলএ)