এইচপির ওমেন সিরিজের নতুন ল্যাপটপ বাজারে

প্রকাশ | ৩০ মে ২০১৭, ১০:৪৮ | আপডেট: ৩০ মে ২০১৭, ১১:২৮

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের বাজারে ওমেন সিরিজের নতুন ল্যাপটপ আনলো এইচপির দেশীয় পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড।  শুরুতে ওমেন সিরিজের দুইটি ল্যাপটপ বাজারে পাওয়া যাবে। এই ল্যাপটপ দুইটির মডেল ১৫ এএক্স ২২০ এবং ২২১ টিএক্স। সম্প্রতি ল্যাপটপ দুইটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে অবমুক্ত করা হয়।

দেশের বাজারে ওমেন ল্যাপটপ উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, পরিচালক জাফর আহমেদ, মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী সুজন, এইচপি'র ক্যাটাগরি ম্যানেজার, নোটবুক, এশিয়া ইমার্জিং কান্ট্রি সামান্থা গুই, এইচপি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া এবং এইচপি ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক সালাউদ্দিন মোহাম্মদ আদেল সহ প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০মে/এজেড)