লালবাগ কেল্লার ভেতরের বাড়ি ভাঙ্গার নির্দেশ

প্রকাশ | ৩১ মে ২০১৭, ১২:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঐতিহাসিক লালবাগ কেল্লার মধ্যে থাকা আবুল হাসেমের বাড়ি তিন মাসের মধ্যে ভাঙ্গার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে দলিলমূল্যে তাকে ৪০ লাখ টাকাও দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

আবুল হাসেমের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ এফ হাসান আরিফ। রিটকারীর পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ নিজেই।

লালবাগ কেল্লার ভেতরে অবস্থিত ওই বাড়িটির মালিকানা সংক্রান্ত মামলার রিভিউ আবেদন শুনানি নিয়ে গত ৬ এপ্রিল লালবাগ কেল্লার প্রকৃত সীমানা নির্ধারণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে ২৫ মে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয় আপিল বিভাগ। জরিপকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত প্রত্নতত্ত্ব বিভাগের একজন শিক্ষক ও ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালকের সহায়তা নিতে বলেন আদালত। ওই প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হলে আপিল বিভাগ আজ এই আদেশ দেন।

উল্লেখ্য, ২০১০ সালের ১০ অক্টোবর হাইকোর্ট এক রায়ে লালবাগ দুর্গের মধ্যে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন।

ঢাকাটাইমস/৩১মে/এমএবি/এমআর