দেশের কল্যাণেই সর্বোচ্চ বাজেট: খালিদ

প্রকাশ | ০২ জুন ২০১৭, ২০:২৬

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

বাজেটকে দরিদ্রবান্ধব উল্লেখ করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের কল্যাণেই আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ বাজেট পেশ করেছে। এ বাজেটের সুফল পাবে তৃণমূলের অসহায় মানুষ। এ বছর থেকে তৃণমূলে বিভিন্ন ভাতা ও স্বাস্থ্য সেবা বাড়বে।’

খালিদ বলেন, ‘সরকার নিত্যপণ্যের ওপর কোনো রকম ভ্যাট বা করারোপ করেনি।’

শুক্রবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রায় দেড়শ’ নৃতাত্বিক শিক্ষার্থী ও ৫০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন তিনি দরিদ্র শিক্ষার্থীদের হাতে পাঁচ লাখ টাকা তুলে দেন। পরে তিনি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেন।

খালিদ মাহমুদ বলেন, ‘ভিজিডি সুবিধাভোগীরা জনপ্রতি মাসে ৩০ কেজি চালের পাশাপাশি পাবেন নগদ ২০০ টাকা। দেশের প্রবীণদের জন্য তৈরি হবে, ‘আমাদের বাড়ি’ নামে একটি নিরাপদ স্থান। যেখানে প্রবীণের সঙ্গে অনাথ শিশুদের সরকারি ভাবে রাখার ব্যবস্থা হবে। কৃষি ও কৃষিজাত, নিত্যপ্রয়োজনীয়, জীবন রক্ষাকারী ওষুধ ও পণ্য ভ্যাটের আওতামুক্ত থাকবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘মুক্তিযোদ্ধারা আগামী অর্থবছর থেকে দু’টি উৎসব ভাতা পাবেন। তারা ১০ হাজার টাকা করে দু’বার ২০ হাজার টাকা ভাতা পাবেন। বয়স্কভাতা জনপ্রতি ৫০০ টাকা থেকে ৬০০ টাকা করা হবে। আর এর উপকারভোগীর সংখ্যা ৩১ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৩৫ লাখ করা হচ্ছে। বিধবা ও স্বামী নিগৃহীত নারীরাও পাবেন ৬০০ টাকা। আর উপকারভোগীর সংখ্যা ১১ লাখ ৫০ হাজার থেকে ১২ লাখ ৬৫ হাজার করা হচ্ছে। অসচ্ছল প্রতিবন্ধীরা আগের চেয়ে ১০০ টাকা বেশি ৭০০ টাকা পাবেন। এর পাশাপাশি মাতৃত্বকালীন ভাতা, বিনা খরচে লেখাপড়া, বিনা পয়সায় বই, শিক্ষার্থীদের উপবৃত্তি, ভিজিএফ, ভিজিডি, দশ টাকা কেজির চালসহ বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে।’

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফসার আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০২জুন/টিএ/জেবি)