অস্ত্র-গুলিসহ চার ‘ডাকাত’ আটক

প্রকাশ | ০৩ জুন ২০১৭, ১৪:১০

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ চার ডাকাতকে আটক করেছে র‌্যাব-৬ সদস্যরা। শনিবার ভোরে সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৬, ঝিনাইদহের ক্যাম্প কমান্ডার মেজর মনির আহমেদ জানান, মিয়াকুন্ডু গ্রামের একটি মেহগনি বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করা হয়।

আটকরা হলো- সদর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের পল্লী চিকিৎসক তিব্বত শিকদার, একই গ্রামের কুমোদ সরকার, কালীগঞ্জের নাটোপাড়া গ্রামের শুকানুর খান ও মাগুরার শালিখা উপজেলার থৈপাড়া গ্রামের বিকাশ বিশ্বাস। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি দোনালা বন্দুক, একটি রাইফেল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, আটকদের সদর থানায় সোপর্দ করে আদালতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/৩জুন/প্রতিনিধি/এলএ)