দিনাজপুরে আত্রাই নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
প্রকাশ | ০৩ জুন ২০১৭, ২০:০৯ | আপডেট: ০৩ জুন ২০১৭, ২০:১০
দিনাজপুর চিরিরবন্দর ভুষিরবন্দর বড় ব্রিজের কাছে আত্রাই নদী থেকে তৃতীয় শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সেরাজুল (১০)।
শনিবার দুপুর ১টার দিকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
নিহত সেরাজুল চিরিরবন্দর নশরতপুর ইউনিয়নের মাছুয়া পাড়ার আবু তাহেরর ছেলে এবং স্থানীয় রাণীরবন্দর অ্যাম্বিশন রেসিডেন্সসিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র ছিলো।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা মো. হারেসুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এখানে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করায় ব্যাপক গর্তের সৃষ্টি হয়।
সেখানে সেরাজুল তিন বন্ধু মিলে দুপুর ১টার দিকে গোসল করতে আসলে সেরাজুল সেখানেই তলিয়ে যায়।
প্রায় এক ঘণ্টা ধরে স্থানীয় জনতা অনেক খোঁজাখুঁজির পরে সেরাজুলের মৃতদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা সেরাজুল সাঁতার না জানায় এ দুর্ঘটনা ঘটতে পারে।
(ঢাকাটাইমস/০৩জুন/প্রতিনিধি/ইএস)