রিয়ালের রেকর্ডছোঁয়া শিরোপা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ জুন ২০১৭, ১৪:১২ | প্রকাশিত : ০৪ জুন ২০১৭, ০৮:৫৮

জ্বললেন রোনালদো, জ্বলল রিয়াল। কার্ডিফের গ্যালারিভর্তি সমর্থকদের উল্লাসে ভাসিয়ে চ্যাম্পিয়নস লিগের মুকুটে চুমু খেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ জুভেন্টাসকে রীতিমত ডুবিয়ে জয়োল্লাস করলেন বেল-বেনজেমারা। ১৯৯২-৯৩ মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগ নামকরণ করার পরের দুই যুগে কোনো দলই পর পর দুইবার এ ট্রফি জিততে পারেনি। সেই অসম্ভবকে সম্ভব করেছে জিনেদিন জিদানের ছাত্ররা। পাশাপাশি গেল ৫৮ বছরে আটবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা উঁচিয়ে ধরল রিয়াল।

চরম উত্তেজনার লড়াইয়ে জুভিদের পাহাড় খ্যাত রক্ষণভাগে শুরুতেই আঘাত হানেন রিয়াল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের ২০তম মিনিটে সার্জিও রামোসের বাড়ানো বলকে গোলে পরিণত করতে মোটেও ভুল করেননি সি আর সেভেন। অবশ্য লিডটা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ২৭তম মিনিটে হিগুয়েনের অ্যাসিস্টে জুভেন্টাস শিবিরে স্বস্তি ফেরান মারিও মানজুকিচ।

এরপরের সময়টা রিয়ালের। একের পর এক আক্রমণ আর গোলের বাহারি রং মেখে উৎসবে মেতেছে লস ব্লাঙ্কোসরা। বিরতির পর ৬১ মিনিটে রিয়ালের স্কোর ২-১ করেন ক্যাসেমিরো। এর মিনিট তিনেক বাদে আবারও রোনালদো শো। রক্ষণভাগকে বোকা বানিয়ে জুভি গোলরক্ষক বুফনের চোখ ফাঁকি দেয়ে রোনালদো শট। মুহূর্তে গ্যালারি থেকে ভেসে আসে গোললললল..এমন প্রতিধ্বনি।

ধীরে ধীরে খেলা অন্তিম সময়ের দিকে গড়াচ্ছে। অতিরিক্ত মিনিটের ঘোষণাটা পড়বে পড়বে ভাব, ঠিক এমন সময় জুভেন্টাসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিলেন মার্কো আসেনসিও। দুর্দান্ত পাসের সঙ্গে নজরকাড়া শট, প্রতিপক্ষকে আরও একবার হতাশ করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। এরপর চলে বাঁধভাঙা আনন্দ আর উৎসবের আমেজ।

(ঢাকাটাইমস/৪জুন/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :