সরিষাবাড়ীতে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

প্রকাশ | ০৪ জুন ২০১৭, ১১:৫৪

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ও সাতপোয়া ইউনিয়নের চরাঞ্চলের ৭টি গ্রামে কালবৈশাখীর ঝড়ে শতাধিক কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত ও সহস্রাধিক গাছপালা উপড়ে গেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান সামস উদ্দিন জানান, শনিবার  রাত ১০টার দিকে সরিষাবাড়ীর উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে  চরাঞ্চলের মালিপাড়া, বিন্নাফৈর, চর পোগলদিঘা, বোনারপাড়া, পুঠিয়ার চর ও সাতপোয়া ইউনিয়নের দাসেরবাড়ি, চর সরিষাবাড়ি গ্রামের শতাধিক কাঁচাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড় চলাকালে বাতাসের তীব্র বেগে উপড়ে যায় সহস্রাধিক গাছপালা। এছাড়াও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

(ঢাকাটাইমস/৪জুন/প্রতিনিধি/এলএ)