বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত বাবু

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুন ২০১৭, ১৩:৩৫

জয়পুরহাটের উদীয়মান যুবক রায়হানুল আলম বাবু টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না। মারণব্যাধি ক্যান্সারের হাত থেকে তিনি বাঁচতে চান।

জয়পুরহাট শহরের চিত্রাপাড়া মহল্লার মধ্যবিত্ত পরিবারের তানসেন আলীর ছোট ছেলে তিনি। গত ৩ মাস পূর্বে অসুস্থ হলে প্রথমে বগুড়া ও ঢাকার ক্লিনিকে চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন থাকা অবস্থায় ক্যান্সার ধরা পড়ে। অবস্থার অবনতি হলে ভারতের বোম্বে ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নেয়। অর্থ সংকটের কারণে বর্তমানে প্রায় দেড় মাস থেকে কলকতার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কর্তব্যরত চিকিৎসক বলেছেন, ছয় মাস ভারতে থেকে চিকিৎসা করতে হবে। তাহলে ক্যান্সার রোগ থেকে মুক্তি পাবে। এতে খরচ হবে প্রায় ১৫ লক্ষ টাকা।

বাবু একটি বেসরকারি প্রতিষ্ঠানে ছোট পদে চাকরি করতেন। তার ও তার পরিবারের পক্ষে এত টাকা বহন করা সম্ভব নয়। এ কারণে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের নিকট রায়হানুল আলম বাবু ও তার পরিবার আর্থিক সাহায্য চেয়েছেন।

(ঢাকাটাইমস/৪জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :