বোনকে হত্যার দায়ে ভাইসহ দুইজনের ফাঁসি

প্রকাশ | ০৪ জুন ২০১৭, ১৭:০৬

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর বংশালে বোনকে হত্যার দায়ে ভাইসহ দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রবিবার ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত আসমা আক্তার আসিয়ার ভাই আকবর হোসেন এবং আকবরের সহযোগী তোফাজ্জাল হোসেন জুয়েল।

মামলার বিবরণীতে জানা যায়, অর্থ লেনদেন নিয়ে পূর্বশক্রতার জের ধরে ২০১৫ সালের ৫ আগস্ট বংশালের বাসায় ঢুকে মুখে রুমাল ও বালিশ চাপা আসমাকে হত্যা করে আকবর ও তোফাজ্জাল হোসেন। ওই ঘটনায় নিহতের ছেলে ফয়সাল আহমেদ সুমন বাদী হয়ে বংশাল থানায় একটি মামলা করেন।

২০১৫ সালের ২৯ অক্টোবর বংশাল থানার উপ-পরিদর্শক রকিবুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি আকবরকে আদালতে হাজির করা হয়। এছাড়া দণ্ডিত অপর আসামি তোফাজ্জল পলাতক রয়েছেন।

ঢাকাটাইমস/৪জুন/আরজে/এমআর