কুমিল্লা সিটির প্যানেল মেয়র হলেন তিনজন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুন ২০১৭, ২০:২৫

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্যানেল মেয়র পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে ভোটগ্রহণ হয়।

নির্বাচনে তিনজন প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- প্রথম প্যানেল মেয়র পদে কুসিকের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি, দ্বিতীয় প্যানেল মেয়র পদে ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল এবং তৃতীয় প্যানেল মেয়র পদে সংরক্ষিত ৫নং মহিলা আসনের কাউন্সিলর নূরজাহান আলম পুতুল।

এ নির্বাচনে কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং অপর দুইজন গোপন ভোটে নির্বাচিত হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু, সচিব মো. হেলাল উদ্দিনসহ সিটির কাউন্সিলরবৃন্দ। নির্বাচন পরিচালনা করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়–য়া।

উল্লেখ্য, গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিকের নির্বাচনে দ্বিতীয় দফায় মেয়র পদে মো. মনিরুল হক সাক্কু নির্বাচিত হন। গত ১৭ মে কুসিকের নবনির্বাচিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং রবিবার কাউন্সিলরদের ভোটে তিনজন প্যানেল মেয়র নির্বাচিত হলেন।

(ঢাকাটাইমস/০৪জুন/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :