ভারতে পাচারকালে ১০ পিস সোনার বার জব্দ

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুন ২০১৭, ১৬:৩৫

ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ১০ পিস সোনার বারসহ বাবুল আক্তার নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে পুটখালি গ্রামের জেলেপাড়া থেকে তাকে আটক করা হয়। বাবুল আক্তার ওই গ্রামের এবাদুল হকের ছেলে।

২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারেক আলম জানান, তারা গোপনে জানতে পারেন পুটখালি জেলেপাড়া দিয়ে সোনার একটি চালান ভারতে পাচার করা হচ্ছে। এ খবর পাওয়ার পর সকাল ৮টার দিকে তারা অভিযান চালিয়ে জেলেপাড়া থেকে বাবুল আক্তারকে আটক করা হয়। এ সময় সে বাই সাইকেল চালিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। তাকে আটক করে দেহ তল্লাশি করে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। আটক বাবুল আক্তারকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। আটক সোনার মূল্য ৩৮ লাখ টাকা বলে বিজিবি জানায়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

(ঢাকাটাইমস/৫জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :