তাবেলা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল

প্রকাশ | ০৬ জুন ২০১৭, ১৬:৩৫

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

নেদারল্যান্ডস-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কো-অপারেশনের প্রকল্প ব্যবস্থাপক ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে ১২ জুন ধার্য করেছে আদালত।

মঙ্গলবার কোনো সাক্ষী না আসায় ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার এ সাক্ষ্যগ্রহণের নতুন এ তারিখ ঠিক করেন।

এর আগে মামলাটিতে ৭০ জন সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

এর আগে মামলাটিতে ২০১৬ সালের ২৫ অক্টোবর আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠন করেন।

ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী ২০১৬ সালের ২৮ জুন মামলাটিতে কাইয়ুম কমিশনারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

মামলার আসামিরা হলেন, বিএনপি নেতা এম এ কাইয়ুম, এম এ কাইয়ুমের এর ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও মো. সোহেল ওরফে ভাঙ্গরী সোহেল।

তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মতিনসহ স্বীকারোক্তিকারী চারজন কারাগারে এবং কাইয়ুম ও সোহেল পলাতক।

চার্জশিটে বলা হয়, হামলাকারীদের লক্ষ্য ছিল একজন শ্বেতাঙ্গকে হত্যা করে দেশে-বিদেশে আতঙ্ক ছড়িয়ে দেয়া। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই পরিকল্পনা করা হয়।

(ঢাকাটাইমস/০৬জুন/আরজেড/জেবি)