‘চিকিৎসকদের ওপর হামলা জাতির জন্য দুঃখজনক’

প্রকাশ | ০৬ জুন ২০১৭, ১৭:১৬

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস

বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চিকিৎসকরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) বরিশাল জেলা কমিটির ব্যানারে জেলা কমিটির সভাপতি ডা. ইশতিয়াক হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ বক্তব্য দেন কেন্দ্রীয় বিএমএর সহ-সভাপতি ও জেলা স্বাচিপের সভাপতি ডা. মু. কামরুল হাসান সেলিম, বরিশাল জেলা বিএমএ'র সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহীন, শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা, উপাধ্যক্ষ ডা. মাকসুমুল হক, হাসপাতালের পরিচালক ডা. এস এম সিরাজুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ভুল চিকিৎসার দোহাই দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এক শ্রেণির মানুষ চিকিৎসকদের ওপর হামলা চালাচ্ছে। যা জাতির জন্য দুঃখজনক। চিকিৎসকরাও আন্দোলন করতে জানেন। তারা আন্দোলন করলে মানুষের স্বাস্থ্য সেবায় ক্ষতি হবে।

বক্তারা রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

(ঢাকাটাইমস/০৬জুন/প্রতিনিধি/জেবি)