বরিশালে মাদক বিক্রেতার আট বছর জেল

প্রকাশ | ০৬ জুন ২০১৭, ১৭:৩৪

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস

বরিশালে এক মাদক বিক্রেতাকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের জেল দেয়া হয়েছে। 

মঙ্গলবার বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আদেশ দেন। 

সাজাপ্রাপ্ত মাদক বিক্রেতা হলেন- নীতিশ দেবনাথ। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। তিনি বানারীপাড়া পৌর এলাকার সিনেমা হল রোড এলাকার নিরঞ্জন দেবনাথের ছেলে। 

ট্রাইবুনালের বেঞ্চ সহকারী ফিরোজুল ইসলাম জানান, র‌্যাব-৮’র একটি দল ২০১৫ সালের ১৯ জুন উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় অভিযান চালায়। ওই এলাকার আহম্মেদ আলীর বাড়ির সামনে থেকে নীতিশকে ১৮১ পিস ইয়াবাসহ আটক করে র‌্যাব। 

এই ঘটনায় র‌্যাবের ডিএডি মোশারেফ হোসেন বাদী হয়ে মামলা করেন। উজিরপুর থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম ২৯ জুলাই নীতিশকে অভিযুক্ত করে মামলার চার্জশিট জমা দেন। 

বিচারক ১০ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করেন।

(ঢাকাটাইমস/০৬জুন/ব্যুরো প্রধান/ইএস)