মসুলে আইএসের গুলিতে ১৬৩ বেসামরিক নাগরিক নিহত

প্রকাশ | ০৬ জুন ২০১৭, ১৯:৪৪ | আপডেট: ০৬ জুন ২০১৭, ১৯:৪৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইরাকের মসুল শহর থেকে পালানোর চেষ্টাকালে ১৬৩ জন বেসামরিক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ইসলামিক স্টেট(আইএস)। নারী এবং শিশুরাও আইএসের এ হত্যাকাণ্ড থেকে রক্ষা পায়নি।

গত সপ্তাহে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রধান জেইদ রাদ আল-হোসাইন। ইরাকি বাহিনীর মসুল মুক্ত করার অভিযান যখন তীব্র হয়ে উঠছে তখন এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটল।

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের উদ্বোধনী অধিবেশনে আজ মঙ্গলবার এ কথা বলেন আল-হোসাইন। নিহত ব্যক্তিদের লাশ এখনো মসুলের আল-শিরা এলাকায় পড়ে আছে বলে সেখান থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানান তিনি। এ ছাড়া, ওই এলাকা থেকে অনেকেই নিখোঁজ বা গুম হয়ে গেছে বলেও জানানো হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দায়েশের বর্বরতার কোনো সীমা নেই।

২০১৪ সালে মসুল দখল করে নেয় আইএস। ইরাকি সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবক বাহিনী ২০১৬ সালের নভেম্বর থেকে মসুল মুক্ত করার বড় ধরনের অভিযান শুরু করেছে।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/৬জুন/এসআই)