প্রকাশক দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

প্রকাশ | ০৭ জুন ২০১৭, ১২:৩০ | আপডেট: ০৭ জুন ২০১৭, ১২:৩২

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল না হওয়ায় ১৬ জুলাই প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন তারিখ ধার্য করেছেন।

২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার কার্যালয়ে ঢুকে দীপনকে হত্যা করে জঙ্গিরা।

ওই ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া রহমান রমনা থানায় একটি মামলা করেন। পরে বিভিন্ন সময় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরা হলেন- এরা হলেন, আনসার উল্লাহ বাংলাটিমের সদস্য খায়রুল ইসলাম, আব্দুস সবুর ও মঈনুল হাসান শামীম। এই তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

লেখক, ব্লগার, প্রকাশক, ভিন্নমতাবলম্বীসহ অন্তত ১০ জনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ২০১৬ সালের মে মাসে পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন ছয় জঙ্গির ছবি প্রকাশ করে। এবং তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে ডিএমপি। ওই ছয়জনের মধ্যে শামীমের নাম ছিল।

ঢাকাটাইমস/৭জুন/আরজে/এমআর