লন্ডনে বাংলাদেশ হাইকমিশনারকে তলব

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জুন ২০১৭, ১০:৫৭ | প্রকাশিত : ০৮ জুন ২০১৭, ০৯:৫৯

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন নিয়ে বাংলাদেশ হাই কমিশনের এক কর্মকর্তার লেখা একটি নিবন্ধের বিষয়ে ব্যাখ্যা চেয়ে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাউনাইনকে তলব করেছে দেশটির পররাষ্ট্র বিভাগ।

বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে গত মঙ্গলবার হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

একজন কর্মকর্তা জানান, লন্ডনস্থ বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির ঢাকার একটি পত্রিকায় ‘এ লেবার উইন অন দি কার্ডস’ শীর্ষক একটি নিবন্ধ লিখেন। যাতে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে এবং তার দল কনজারভেটিভ পার্টি নিয়ে নেতিবাচক মন্তব্য ছিল।

একই সঙ্গে বিরোধী দল নেতা জেরেমি করবিনের ঢালাও প্রশংসা ছিল। ওই নিবন্ধে লেবার পার্টি জিতবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এই লেখাকে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিদেশিদের অযাচিত মন্তব্য হিসেবেই দেখছে।

যুক্তরাজ্যের আগাম নির্বাচনে আজ ভোট হচ্ছে আজ। ২০১৫ সালে সবশেষ ভোটে লেবার পার্টিকে হারিয়ে কনজারভেটিভরা ক্ষমতায় আসে। সেই অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু ব্রেক্সিট সংক্রান্ত বিষয়ে হঠাৎ করেই নির্বাচন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

সর্বশেষ জরিপ বলছে, কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির ব্যবধান এখন ১ শতাংশের কম। লড়াইটা হতে পারে বেশ হাড্ডাহাড্ডি।

ঢাকাটাইমস/০৮জুন/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :