গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশ | ০৮ জুন ২০১৭, ১৯:৫৫
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে ও কালীগঞ্জ শ্রমিক কলেজের ছাত্র তরিকুল ইসলাম ও যশোরের মনিরামপুর থানার শ্যামপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আফজাল হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকাল পৌণে ৩টার দিকে বন্ধুদের বিদায় দিয়ে সাইকেলযোগে বাসায় ফিরছিলেন কলেজছাত্র তরিকুল ইসলাম। তিনি কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া মোড় এলাকায় পৌঁছলে বিপরীতগামী একটি মালবাহী ট্রাক সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তরিকুল ইসলাম মারা যান। নিহত তরিকুল ইসলাম কালীগঞ্জ শ্রমিক কলেজে চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
এদিকে, বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং আফজাল হোসেনসহ দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আফজালকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনের পরিচয় জানা যায়নি। ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।
(ঢাকাটাইমস/৮জুন/প্রতিনিধি/এলএ)