পুটখালীতে হুন্ডির সাড়ে ১৩ লাখ টাকাসহ আটক দুই

প্রকাশ | ০৯ জুন ২০১৭, ১৮:০৭

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

হুন্ডির টাকা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে সাড়ে ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হানিফ মিয়া (২৫) ও বেলাল হোসেন (৩০)। তারা দুজনেই পুটখালী গ্রামের বাসিন্দা।

পুটখালী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল হোসেন জানান, বিপুল পরিমাণ হুন্ডির টাকা ভারত থেকে পাচার করে দেশে আনা হচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তে অভিযান চালায়। এসময় হানিফ মিয়া ও বেলাল হোসেনকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে লুকিয়ে রাখা হুন্ডির ১৩ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। হুন্ডির টাকাসহ তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।  এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি  মামলা হয়েছে। 

(ঢাকাটাইমস/০৯জুন/প্রতিনিধি/ইএস)