‘আগামী নির্বাচনে বিএনপির পরাজয় নিশ্চিত’

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুন ২০১৭, ২২:২৮

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘২০১৯ সালের জাতীয় নির্বাচনে বিএনপির পরাজয় নিশ্চিত। ওই নির্বাচনে আওয়ামী লীগের হ্যাটট্রিক বিজয় ও বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে। বাংলাদেশের জনগণই আওয়ামী লীগের হ্যাটট্রিক বিজয় চায়।’

শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪টি গ্রামে ১ হাজার ৪৭১ জন গ্রাহকের ৩ কোটি ৩০ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে ২২.০৪ কি.মি বিদ্যুতায়নের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘২০১৯ সালেও ২০০১ সালের পুনরাবৃত্তি হবে মনে করলে বিএনপি বোকার স্বর্গে বাস করছে। সেদিন আর কখনোই ফিরে আসবে না। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন হবে। সেখানে আওয়ামী লীগই বিজয়ী হবে। কারণ শেখ হাসিনার নেতৃত্বে দেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদের সরকার উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

মায়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়ন করে। রাস্তা-ঘাট, স্কুল-মাদরাসার উন্নয়নের পাশাপাশি দেশের মানুষের ভাগ্যেরও উন্নয়ন হয়। দেশের মানুষ জানে-আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী, ধোঁকাবাজিতে বিশ্বাসী নয়। এ কারণে উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। প্রত্যন্ত এলাকাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কাজ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, সন্ত্রাস, খুন, হত্যা ও চাঁদাবাজিকে কখনই আওয়ামী লীগ প্রশ্রয় দেয় না। উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার।

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর পল্লীবিদুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আবু তাহের, কেন্দ্রীয় আ.লীগ নেতা একেএম রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস প্রমুখ।

(ঢাকাটাইমস/৯জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :