ইঞ্জিন বিকল, এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িযা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০১৭, ১২:৩৩
ফাইল ছবি

চট্টগ্রাম-ঢাকা রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ার এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রবিবার সকাল ৯টার দিকে কসবা স্টেশনের অদূরে ঈমামবাড়ি-গঙ্গাসাগরে মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল ১০টার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার মো. শোয়েব জানান, সকালে কসবা স্টেশনের অদূরে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের কমপ্রেসারে ত্রুটি দেখা দেয়। ফলে চট্টগ্রাম-ঢাকা আপলাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে আখাউড়া থেকে নতুন ইঞ্জিন লাগানোর পর ট্রেনটি সকাল ১০টার দিকে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

(ঢাকাটাইমস/১১জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :