নব্য জেএমবির ছয় সদস্য তিন দিনের রিমান্ডে

প্রকাশ | ১২ জুন ২০১৭, ১৭:৩৯

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে নব্য জেএমবির সদস্য সন্দেহে গ্রেপ্তার ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।

সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সোমবার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর করা আসামিরা হলেন- জাহিদুল ইসলাম ওরফে জোহা ওরফে বোতল ওরফে মাসরুর, আবু বকর সিদ্দিক ওরফে আবু মোহাম্মদ, মোহাম্মদুল্লাহ আদনান, মেহেদী হাসান ঈমন ওরফে আবু হামজা, খালিদ সাইফুল্লাহ ওরফে আবু মুসাব এবং শামসুদ্দীন আল আমিন ওরফে আবু আহমদ।

সোমবার ছয় আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিএমপির বিশেষ ইউনিট কাউন্টার টেররিজমের পরিদর্শক মুহাম্মদ মনিরুল ইসলাম। শুনানি শেষে বিচারক প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিদের মধ্যে আদনান নিউমার্কেট এলাকার একটি মসজিদে তারাবির নামাজ পড়াতেন। সেই সুযোগে তারা ১০/১১ জন সদস্য ওই মসজিদে বসে বৈঠক করতেন। এদের মধ্যে জাহিদুল নব্য জেএমবির এই গ্রুপটির সমন্বয়ক হিসেবে কাজ করতেন।

আসামিরা হলি আর্টিজানের বর্ষপূর্তি এবং রমজানে সহিংসতার আন্তর্জাতিক আহ্বানে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন নাশকতার পরিকল্পন করছিল বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।

ঢাকাটাইমস/১২জুন/আরজে/এমআর