খায়রুল কবির খোকনের মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুন ২০১৭, ১৪:৪২

নাশকতার অভিযোগে দায়ের করা পাঁচ মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত। এতে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অবকাশকালীন চেম্বার আদালত এ আদেশ দেন।

আদালতে খায়রুল কবির খোকনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন সগির হোসেন লিয়ন।

সগির হোসেন লিয়ন সাংবাদিকদের জানান, ঢাকার বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে চারটি মামলা এবং নরসিংদীতে চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছিল। রাষ্ট্রপক্ষ সেই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিল। তবে আদালত রাষ্ট্রপক্ষের আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন। এ জামিনের ফলে তার মুক্তিতে এখন আর কোনো বাধা নেই।

গত ৪ জুন বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খোকনকে জামিন দেন।

২০১৫ সালে বিএনপির ডাকা হরতার-অবরোধে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর পল্টন, মতিঝিল, রমনা ও ওয়ারী থানায় মামলাগুলো দায়ের করা হয়েছিল। গত ৪ মে নাশকতার ১৪ মামলায় ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান খায়রুল কবির খোকন। এর মধ্যে কয়েকটি মামলায় জামিন দিলেও বাকি কয়েকটিতে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন আদালত। কারাগারে যাওয়ার পর ঢাকা-নরসিংদীর আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।

(ঢাকাটাইমস/১৩জুন/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

এই বিভাগের সব খবর

শিরোনাম :