১৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট

গোলাম মোস্তফা, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ জুন ২০১৭, ১২:১৬ | প্রকাশিত : ১৪ জুন ২০১৭, ১২:০০

ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয় সকাল আটটায়। কিন্তু লাইন? তো তো আগের সন্ধ্যার ব্যাপার। ভোর হতে হতে লাইন কাউন্টারের সামনের ফাঁকা জায়গা ছাড়িয়ে নিচের সড়ক অব্দি শেষ হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাফী লাইনে দাঁড়িয়েছিলেন মঙ্গলবার রাত নয়টায়। টিকিট হাতে পেয়েছেন পরদিন সকাল ১০টায়। ১৩ ঘণ্টা দাঁড়িয়ে আর বসে মশার কামড় খেয়ে নির্ঘুম রাত পার করার পর তার প্রতিক্রিয়া এমন, ‘টিকিট পেয়ে ভীষণ হ্যাপি। অনেক ভালো লাগছে টিকিট পেয়ে, এখন নিশ্চিন্তে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা যাবে।’

যারা সাফীর মত অত আগে স্টেশনে যাননি, তাদের কী হাল হয়েছে? পাবনা যাবেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে আমিরুল ইসলাম। ঢাকাটাইমসকে তিনি বলেন, টিকিট নিতে সেহরি খাওয়ার পরেই এসে দাঁড়িয়েছি, এসে দেখি অনেক লোক ৪০১ নং সিরিয়ালে এসে দাঁড়িয়েছি।

একেকজনকে টিকিট দেয়া হয় সর্বোচ্চ চারটি করে। তবে সবাই যে চারটি নিচ্ছেন, সেটা নিশ্চিত নয়। তাই টিকিট পাওয়ার আশায় আছেন আমিরুল

ঢাকাটাইমসকে আমিরুল বলেন, ‘পরিবার পরিজন নিয়ে দেশে যাব ঈদ করতে। ঈদে বন্ধুবান্ধবদের সঙ্গে দেখঅ হবে, তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এত কষ্ট করে টিকিট কাটতে আসছি। তবে টিকিট পেলে এই কষ্টের কথা মনে থাকবে না।’

আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে বুধবার দেওয়া হচ্ছে ২৩ জুনের ৩১টি আন্তঃনগর ট্রেনের টিকিট। একই সঙ্গে বিক্রি হচ্ছে সাতজোড়া স্পেশাল ট্রেনের টিকিট। তৃতীয় দিনে ভিড় আগের দুই দিনের চেয়ে অনেকটাই বেড়েছে।

লাইনে দাড়িয়েছেন টিকিট প্রত্যঅশী সোহেল রানা। তিনি রাজশাহীর ট্রেনের টিকিট নিবেন। তিনি বলেন, ‘আজ প্রচুর পরিমানে ভিড়, কষ্ট হচ্ছে অনেক। টিকিট পেলে অনেক ভালো লাগবে।’

গতকাল থেকে দেয়া হয়েছিল রাজশাহী ও পার্বতীপুরগামী স্পেশাল ট্রেনের টিকিট। এখন থেকে দেওয়া শুরু হচ্ছে দিনাজপুরের স্পেশাল ট্রেনের টিকিট। সব মিলিয়ে আজ সারাদিন টিকিট বিক্রি হবে প্রায় সাড়ে ২৪ হাজার।

এই টিকিটে ৬৫ শতাংশ কাউন্টার থেকে দেয়া হবে, আর বাকি ২৫ ভাগ অনলাইন ও মোবাইলের মাধ্যমে, ৫ ভাগ দেয়া হবে ভিআইপিদের জন্য ও ৫ ভাগ রেল কর্মকর্তা কর্মচারীদের জন্য সংরক্ষিত।

আন্তঃনগর ট্রেনের জন্য ২২ হাজারসহ মেইল-লোকাল মিলিয়ে প্রতিদিন প্রাং ৫৫ হাজার টিকিট বিক্রি করা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। বছরে অন্য সময় দিনে ২৫ হাজার থেকে ৩০ হাজার টিকিট বিক্রি হয়।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী ঢাকাটাইমসকে বলেন, ‘সিতাংশু বলেন, প্রথম দিন টিকিটের তেমন ভিড় না থাকলেও গতকাল রাজশাহী, খুলনার টিকিটের চাহিদা ছিল প্রচুর। তৃতীয় দিনে উত্তর বঙ্গের টিকিটের চাহিদা অনেক রয়েছে।’

ঢাকাটাইমস/১৪জুন/জিএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :