গফরগাঁওয়ে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ

প্রকাশ | ১৪ জুন ২০১৭, ১৬:৩২

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহের গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবির) উদ্যোগে গফরগাঁও প্রেসক্লাবের ব্যবস্থাপনায় সাংবাদিকদের পেশাগত মান্নোয়নে তিন দিনের সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল ও পিআইবির পরিচালক আনোয়ারা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন।

সাংবাদিকদের প্রশিক্ষণ দেন পিআইবির প্রশিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে, একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান, পিআইবির রিপোর্টার জিলহাজ উদ্দিন নিপুন।

প্রশিক্ষণে গফরগাঁও, ভালুকা ও নান্দাইল উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

(ঢাকাটাইমস/১৪জুন/প্রতিনিধি/জেবি)